বরিশাল নগরীর রূপাতলী জাগুয়া ডিগ্রী কলেজ এলাকা থেকে ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার বাঘমারার মজিবুর রহমান তালুকদারের ছেলে মুন্না তালুকদার, যশোরের শার্শার মৃত ইসমাইল তালুকদারের ছেলে জামাল হোসেন তালুকদার, একই এলাকার মৃত খোকা খানের ছেলে হাফিজ এবং বাগেরহাটের যাত্রাপুরের খলিল মোল্লার ছেলে মিন্টু মোল্লা। এদের মধ্যে রায় ঘোষণার সময় শুধুমাত্র মুন্না ট্রাইব্যুনালে উপস্থিত এবং অন্যান্যরা পলাতক ছিলেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৫ সালের ৮ জানুয়ারী নগরীর রূপাতলী এলাকায় স্থাপিত চেকপোস্ট একটি ট্রাক তল্লাশী করে ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-৮। এ সময় মাদক ব্যবসায়ী মুন্না, জামাল ও হাফিজকে আটক করে র্যাব। পালিয়ে যায় ট্রাক চালক মিন্টু। এ ঘটনায় র্যাবের ডিএডি মশিউর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২১ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই দেলোয়ার হোসেন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল