র্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে গ্রুপ থিয়েটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে গ্রুপ থিয়েটার ফেডারেশান বরিশাল বিভাগের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শব্ধাবলী মিলনায়তনে গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বাসুদেব ঘোষ ও মিজানুর রহমান। আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল