রাজধানীর রামপুরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব-৩) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। রামপুরার ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে, নিহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩