রাজধানীর দক্ষিণখানে মাহমুদা আক্তার (৩২) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে তার স্বামী জসিম মিয়াজীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।
বুধবার সকালে খবর পেয়ে দক্ষিণখান জয়নুল মার্কেট খানপাড়ার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বিষটি জানান।
জসিমের শাশুড়ির বরাত দিয়ে ওসি বলেন, বুধাবার সকালে জসিম তার শাশুড়িকে ফোন দিয়ে বলেন, আপনার মেয়ে মারা গেছে, মরদেহ নিয়ে যান। পরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আর পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় দক্ষিণখান থানায় জসিম মিয়াজীর বিরুদ্ধে নিহতের স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব