খুলনায় সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া এ মামলা থেকে ২ জনকে খালাস দেওয়া হেয়েছে।
আজ খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতের এজলাসে ছিলেন।
এছাড়া এই হত্যাকাণ্ডে দায়ের করা বিস্ফোরক মামলার রায়ও ঘোষণা করা হয়েছে। এতে আসামিদের খালাস দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল