রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকচাপায় হুমায়ূন কবির (৩০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোলাম কবিরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, খিলক্ষেত থানাধীন গোলগলা মার্কেটের সামনে একটি ট্রাক হুমায়ূনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল হক বলেন, নিহত হুমায়ূনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল