ময়মনসিংহের ভালুকা উপজেলার জাকিয়া গ্রামে গৃহবধূ রেহানা আক্তার বকুল হত্যা মামলায় তার স্বামী পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাহেদ নূর উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়া মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আর মামলা চলাকালীন সময় আসামি হাবিব উদ্দিন মণ্ডল মারা যাওয়ায় তাকে আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব