রাজধানীর রামপুরায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঝালকাঠির পবিত্র সমাচার এবং শরীয়তপুরের মো. আলী স্বপন ওরফে ছিনতাই স্বপন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রামপুরার বালুমাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পরে রামপুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা পেশাদার ছিনতাইকারী বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর। র্যাব বলছে, নিহতদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। তারা ১০ থেকে ১২ জনের একটি চক্র। গতকাল রাতে তাদের ধরতে অভিযান চালানো হলে এ ঘটনা ঘটে। নিহতদের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পুলিশের রামপুরা থানার ইন্সপেক্টর (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, তারা পেশাদার ছিনতাইকারী ছিল। তাদের বিরুদ্ধে রামপুরা, বাড্ডাসহ রাজধানীর কয়েকটি থানায় ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ