টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ৬৮ মিটার উঁচু টাওয়ারের চূড়া থেকে তুখরেজুল ইসলাম কাবিল (১৭) নামে এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জামিরা গ্রামের ফজলুল হকের ছেলে।
বুধবার বিকেল সোয়া তিনটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলওয়ে জংশনে দীর্ঘ উৎকন্ঠার অবসান ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে স্থাপিত একটি টাওয়ারের নিরাপত্তাকর্মী জানান, বেলা সোয়া ১১টার দিকে ওই কিশোর টাওয়ারের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ভেতরের ঢুকে। তাকে ধরার আগেই সে হুড় হুড় করে টাওয়ারে উঠতে শুরু করে। শুরুতে খুব দ্রুত উঠতে থাকায় তাকে বাধা দেয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো: শহিদুল ইসলাম জানান, টাওয়ারে উঠার সময়ই স্টেশন ও আশপাশের হাজার হাজার মানুষ টাওয়ারের কাছে ভীড় জমায়। ১০ মিনিটের মধ্যেই কিশোরটি টাওয়ারের চূড়ায় উঠে পড়ে। টাওয়ারের নিরাপত্তাকর্মীদের একজন কিশোরের পেছনে পেছনে টাওয়ারে উঠে।
গাজীপুর ফায়রি সার্ভিসের স্টেশন অফিসার রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে। তাকে নামানোর জন্য টীমের সদস্যরা কিশোরের জন্য শুকনা খাবার নিয়ে টাওয়ারের চূড়ায় উঠে। কিশোরকে শুকনা খাবার দেয়া হয়। তাকে অনেকক্ষণ বোঝানের পর সে নেমে আসতে রাজী হয়। বিকেল সোয়া তিনটার দিকে তাকে নিয়ে দমকল বাহিনীর সদস্যরা নিচে নেমে আসে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ীর সহকারী উপ পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, কিশোর জানিয়েছে, সে ঢাকার নিউ মার্কেট থেকে চলাচল করা ৭ নং বাসের স্টাফ। এর আগে সে এরকম অনেক টাওয়ারে রং এর কাজ করত। একান্তই নিজের খুশিতে সে টাওয়ারে উঠেছে বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে।
এএসআই জানান, কিশোরকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।