মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মৈত্রী ইকো ভিলেজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি দেশের সাধারণ মানুষের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তুলে তবেই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
মৈত্রী ইকো ভিলেজের চেয়ারম্যান একেএম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ বীর বিক্রম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম