রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার থেকে নবজাতক চুরির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এক নারীকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীই নবজাতক চুরির সঙ্গে জড়িত। এরই মধ্যে ওই নারীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত ১৯ জানুয়ারি বিকেল তিনটার দিকে ওই ক্লিনিকে একটি ছেলে সন্তানের জন্ম দেন পবা উপজেলার চরশ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি। এরপর ওইদিন রাত সাড়ে নয়টার দিকে একজন নারী প্রতারক মুক্তির নবজাতকটিকে কৌশলে চুরি করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সহযোগিতা করার অপরাধে তোহুরা খাতুন নামের এক নারীকে আটক করেছে।
নগরীর শাহ্ মখদুম থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে সড়কে স্থাপন করা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে পাওয়া একটি ভিডিও দেখে অভিনব কায়দায় নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত সেই নারী চোরকে শনাক্ত করা হয়েছে। আমরা ওই নারীকে শনাক্ত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলাম। তার চলাফেরা কোন কোন এলাকায় ছিল, সেসব এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এরপর ঘটনার আগের দিন দুপুরে নগরীর বিনোদপুর এলাকা হয়ে যাওয়ার সময় ধরা পড়া ফুটেজে ওই নারীর ছবিটি পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ