ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় যুক্তিতর্ক পিছিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে মামলার শুনানী শেষে আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের নতুন দিন ঠিক করেছেন আদালত।
সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় যুক্তিতর্ক পিছিয়েছে বলে জানিয়েছেন মহানগর হাকিম আদালতের এপিপি রাশিদা সাইদ খানম।
গত বছরের ১৪ ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানটির দখল করেন রাগীব আলী। আত্মসাতের প্রক্রিয়ায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জাল করেন বলে অভিযোগ এনে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর জালিয়াতির মামলা হয় কোতোয়ালি থানায়। রাষ্ট্র পক্ষে মামলাটি দায়ের করা হয়।