বরিশাল নগরীর নাজির মহল্লা থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত সড়ক ধূমপান মুক্ত এলাকা ঘোষনার দাবি জানিয়েছেন ধূমপান ও তামাক বিরোধী এবং পেশাজীবী সাংবাদিকদের সংগঠন এ্যান্টি ট্যোবাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা)। একইসাথে ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের দাবি জানিয়ে জনস্বার্থে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা ও তামাকজাত পন্যের প্যাকেটে ছবিযুক্ত সতর্কবানী সঠিকভাবে প্রচার করার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে আত্মার এক সভায় এই দাবি জানানো হয়।
সংগঠনের সিনিয়র সদস্য এম. আমজাদ হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মুরাদ আহম্মেদ, পুলক চ্যাটার্জী, শাহীনা আজমীন, আযাদ আলাউদ্দিন, কাজী খলিলুর রহমান, আবু জাফর সালেহ ও মতুর্জা জুয়েল সহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ