অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সকল শক্তির মূল উৎস মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে মুক্তিযুদ্ধই প্রধান শক্তি হিসেবে কাজ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, তা এখন দৃশ্যমান। বাঙালিরা আগে কাজ করতেন অন্যের জন্যে, এখন কাজ করছে নিজেদের জন্য। কৃষক, শ্রমিক ও রেমিটেন্স বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। দেশের অবকাঠানো উন্নয়ন করা হচ্ছে। এরপরও জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন সমস্যা রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার শওকত আলী সাদী।
সেমিনার অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. রেজাউল হাসান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার