সিলেটে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসবের। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এমসি কলেজ মাঠে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ উৎসব। উৎসবে থাকবে বাহারি ঘুড়ি প্রদর্শন ও ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা।
ঘুড়ি উৎসব সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। শোভাযাত্রায় সিলেটের জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ঘুড়ি উৎসবের আয়োজক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ঘুড়ি হচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য। নাগরিক জীবন থেকে এ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানাতে তৃতীয়বারের মতো সিলেটে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিত প্রতিবছর সিলেটে ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে।