রাজধানীর বংশাল আলু বাজার এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে আল আমিনের (২০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওসমান গনি (২৫) ও আ. সামাদ (৩১) বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আল আমিন মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ২/৩ মাস আগে সে ঢাকায় আসে বলে জানিয়েছেন তার মামা এবং জুতার কারখানার মালিক মো. ইয়াকুব আলী।
বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আল আমিন বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দগ্ধ দুইজনের মধ্যে ওসমান গনির অবস্থাও আশংকাজনক। তার শরীরের ৪২ শতাংশ এবং সামাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
উল্লেখ্য, বুধবার রাত ২টার দিকে বংশাল আলুবাজার 'ই ওয়ান' কালেকশন নামের জুতার কারখানায় আগুন লেগে আল আমিন, ওসমান গনি ও আ. সামাদ দগ্ধ হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ