চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত, পটিয়া উপজেলার ইশরাত জাহান (১৯) নামে এক নারী পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, দুপুরের দিকে ইশরাত জাহান নামে এক নারী পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিএমপিতে কর্মরত ছিলেন। তিনি বলেন, বাড়িতে এসে মায়ের সঙ্গে অভিমান করে ইশরাত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ইশরাত চাকরি করতে অনিচ্ছুক। কিন্তু তার মা ও পরিবার চায় ইশরাত চাকরি করুক। এ নিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ইশরাত ছাদের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস খেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার