রাজধানীর ওয়ারীতে বাসের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। অটোরিকশা চালকের নাম মো. রেজাউল (৩২)। বৃহস্পতিবার টিকাটুলি ৠাব অফিসের পূর্বদিকের রাস্তায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, "রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় একটি বাস রেজাউলের অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেযে নিয়ে আসা হয়। এরপর ঢামেকের কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন।"
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৩