অবশেষে আটদিন পর চুরি হওয়া সেই নবজাতকের সন্ধান পেয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে নগরীর টিকাপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
পুত্র সন্তানের আশায় শিশুটিকে চুরি করেছিলেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শাহিন আকতার শুভ্রা।
গত ১৯ জানুয়ারি রাতে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার আরবান মাতৃসদন থেকে মুক্তি নামের এক নারীর কাছ থেকে তার সন্তানকে চুরি করে নিয়ে যান। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে শুভ্রাকে শনাক্ত করে। এরপর শুক্রবার অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, নগরীর বিনোদপুর মোড়ে ইসলামিয়া কলেজ রোডে লাগানো রাজশাহী সিটি করপোরেশনের সিসি ক্যামেরায় ওই নারীর ছবি ধরা পড়ে। মঙ্গলবার ভিডিও ফুটেজটি পুলিশের হাতে আসে। ভিডিওতে দেখা গেছে, গত ১৮ তারিখ দুপুর ২টা ১২ মিনিটে ওই নারী রিকশা নিয়ে এসে ওই মোড়ে নামেন। মাত্র কয়েক সেকেন্ডই তিনি সিসি ক্যামেরার সামনে থাকেন। ফুটেজটি সংগ্রহ করে মুক্তির মা-বাবাকে দেখানো হয়। তারা ওই নারীকে শনাক্ত করেন। এরপর ওই নারীর ছবি নিয়ে অনুসন্ধানে নামে পুলিশ।
শুক্রবার শুভ্রার পরিচয় নিশ্চিত হওয়ার পর সাদা পোশাকে একদল পুলিশ তার বাড়িতে অবস্থান নেয়। এরপর শিশুটিকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম