খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ শনিবার বকশীবাজারে অবস্থিত কে এল জুবলী (কিশোরী লাল জুবলী) স্কুল অ্যান্ড কলেজের সার্ধশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ শিক্ষাসহ প্রতিটি সেক্টরে যথেষ্ঠ অগ্রগতি অর্জন করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, অতীতে কোন সরকারই শিক্ষা খাতের উন্নয়নে এত গুরুত্ব দেয়নি। এখন বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। অতীতে যা কখনই করা হয় নাই।
মন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করে বিশ্বমান অর্জন করতে হবে। এজন্য শিক্ষকদেরও যথাযত দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে এই সব কোমলমতি ছেলে-মেয়েদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেদিকে নজর রাখতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ বলেন, ১৫০ বছর আগে বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে জমিদার কিশোরী লাল রায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার দিনে এই রকম একটা উদ্যোগ ছিল খুব কঠিন কাজ। সেই হিসেবে এই স্কুলটি সে সময়ে এই অঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এল জুবলী ( কিশোরী লাল জুবলী) স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা বোর্ডের সভাপতি মো. সাঈদ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম