রাজধানীর কুড়িল বিশ্বরোডের শেওয়া রেলক্রসিং এলাকায় আজ বিকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ এ তথ্য করে জানান, শেওরা রেলক্রসিং পার হওয়ার সময় ওই ব্যক্তিকে জামালপুরগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার