বাংলাদেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ব্লু-ইকোনমি : সেভ অ্যান্ড প্রটেক্ট আওয়ার সী’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকির মধ্যে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করছে। বর্তমানে ইলিশ আর লোনা জলের মাছ নয়। ইলিশ এখন উপকূলীয় এলাকার পুকুরেও চাষ করা হচ্ছে।
একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহার করার জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ ন্যাশনাল কমিটির অব আইইউসিএন’র চেয়ারপার্সন হাসনা জসিম উদ্দিন মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ ন্যাশনাল কমিটির অব আইইউসিএন’র সদস্য মাহফুজ উল্লাহ, নিলুফার বানু, ড. রাশেদ আহমদ তিতুমির, ড. ফেরদৌসি বেগম, সানোয়ার হোসেন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম