আশুলিয়ার মোজারমেল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ যাত্রী। নিহত নারীর পরিচয় এখনও অজ্ঞাত। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোলায়মান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, "সকালে পলাশ পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পথে মোজারমেল এলাকায় অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এই ধাক্কার ফলে এই বাসটি রোড ডিভাইডারের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন ১৪ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও জানান, "খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। বাসটিও উদ্ধার করার চেষ্টা চলছে।"
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪