গুটিবাজি’র সাম্রাজ্য। আয়তন সাড়ে ১৭ একর। সম্রাট ইশতিয়াক আহমেদ। আর প্রজা ৪০ হাজার। অদৃশ্য সম্রাটের হুকুমে ৬ জন রাজা মিলেমিশে চালাচ্ছেন এই গুটিবাজি'র সাম্রাজ্য। মাসে আয় প্রায় ২০ কোটি। কী? বুঝতে কষ্ট হচ্ছে? বলছি, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ইয়াবা সাম্রাজ্যের কথা।
ক্যাম্পের বাজার নামে পরিচিত মোহাম্মদপুরের এই বিহারী পল্লীতে ৫২ বাজার ৫৩ গলির চাইতেও বেশি গলি। দুর্গন্ধযুক্ত খোলা ডাস্টবিনেরও অভাব নেই। বাড়িগুলো একটা আরেকটার সাথে লাগানো। তার মাঝখান দিয়ে এক চিলতে আকাশ উকি দেয়। শুধু মাদককে কেন্দ্র করে এই ক্যাম্পের বাজারে এখন পর্যন্ত ২১ জন খুন হয়েছেন।
গোটা জেনেভা ক্যাম্পে মাকড়শার জালের মতো ইয়াবা বিক্রির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। শক্তিশালী একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এ বাণিজ্য। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম 'টিম আন্ডারকভার'র ক্যামেরায় উঠে এসেছে জেনেভা ক্যাম্পের অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াবা বাণিজ্যের কথা। বিস্তারিত দেখুন ভিডিওতে।
ভিডিও:
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম