বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশের হামলার প্রতিবাদে ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকরা পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা পুলিশী নির্যাতনের শিকার হচ্ছেন। সরকারের সাথে সাংবাদিকদের দুরত্ব সৃষ্টির লক্ষ্যে অদৃশ্য অপশক্তির ইন্ধনে অতি উৎসাহী পুলিশ সদস্যরা বেপরোয়া হয়ে ওঠেছেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক দিগেন সিংহ, ইমজার সাধারণ সম্পাদক সজল ছাত্রী প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/হিমেল