রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার নগর মাতৃসদন থেকে নবজাতক চুরির মামলায় গ্রেফতার চিকিৎসকের স্ত্রী শাহিন আক্তার শুভ্রাকে (৩২) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম তার এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার দুপুরে নগরীর টিকাপাড়া বাসার রোড এলাকার ভাড়া বাসা থেকে শুভ্রাকে গ্রেফতার করে পুলিশ। মাতৃসদন থেকে চুরি হওয়া নবজাতকটি ওইদিন তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল। এরপর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা নগরীর শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, শনিবার আদালতে শুভ্রার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। রবিবার বিকেলে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলেই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ