চট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে গুরুত্বর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয় এনামুলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এনামুল বায়েজিদ থানা এলাকার এজাহার মিয়ার ছেলে।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, রবিবার সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এনামুল। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন