সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন আম্বরখানা থেকে ধর্ষণ মামলার আসামি লুৎফুর রহমান উজ্জ্বলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে আম্বরখানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উজ্জ্বল খাসদবির এলাকার বন্ধন ই/৭ বাসার মৃত মতিউর রহমানের ছেলে।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, গত ২২ নভেম্বর আল হিকমা বিদ্যানিকেতন নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (৮) ধর্ষণ করে লুৎফুর রহমান উজ্জ্বল। এ ঘটনায় ২৪ নভেম্বর বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (নং-১০/২৪/১১/১৭)।
ওসি আরো জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব