স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলী নোয়াবের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ মে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন মোহাম্মদ হোসেন। তারর শরীরে তল্লাশি চালিয়ে ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০১৫ সালের ১১ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব