চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য্য’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
রবিবার সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ। সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, দৈনিক কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, অনিন্দ্য টিটু, প্রিতম দাশ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, বিএফইউজের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, ফেরদৌস শিপন, মো. হাসান ফারুকী, মিহির চক্রবর্তী, মুছলেহ উদ্দিন মো. মামুন, বিশ্বজিত পাল, ওমর ফারুক, রেজা মোজাম্মেল, এম এ হান্নান কাজল, অনুপম বড়ূয়া অনুপ, গোলাম ছরওয়ার, চম্পক দাশ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন