খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদী (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রবিবার রাত ৮টা ৩৫ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত তিনি ইন্তেকাল করেন।
এর আগে শনিবার দুপুরে খুলনা থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খুলনা জেলা আ’লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন। তাকে দ্রুত সময়ের মধ্যে স্বজনরা খুলনার ফরটিস হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন