ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকলে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের টিচার্স কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির (২৩) ও ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি আনোয়ার হোসেন (২২)। এর মধ্যে হুমায়ুনের অবস্থা গুরুতর। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে হুমায়ুনের অবস্থা গুরুতর। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন