‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’ এই দাবিতে খুলনায় ৮টি সরকারি কলেজসহ ১১ শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে বিসিএস শিক্ষকরা। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও শিক্ষক সমাবেশের আয়োজন করেন আন্দোলনরত বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা। এর আগে তিন দফা দাবিতে রবিবার সকাল থেকে দু’দিনের কর্মবিরতি শুরু করেন তারা।
আন্দোলনরত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সুন্দরবন কলেজ, বিএল কলেজ, সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি কলেজ, পাইওনিয়র কলেজসহ ১১ শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষক নেতারা বলেন, জাতীয়করণ হওয়া বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে বিধিমালা জারি করতে হবে। দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয় শিক্ষক সমাবেশে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব