'নো বিসিএস নো ক্যাডার' এই দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও কর্মবিরতি পালন করেছে বিসিএস শিক্ষকরা। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে দ্বিতীয় দিনের মত ক্লাশ ও পরীক্ষা বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে আসছে বিসিএস শিক্ষকরা।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ডিগ্রি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ সময় কলেজ ইউনিটের সভাপতি বিজয় কৃষ্ণ রায়, সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান ও সম্পাদক ফিরোজ উল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউনিট সভাপতি বিজয় কৃষ্ণ রায় বলেন, সরকার বিভিন্ন কলেজ জাতীয়করণ করছে। এতে তাদের আপত্তি নেই। কিন্তু ওই কলেজে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত করার দাবি জানান তারা। তাদের দাবি মানা না হলে জানুয়ারির ৬,৭ ও ৮ তারিখে পুনরায় কর্মসূচি দেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব