খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী পরিষদ নির্বাচন-২০১৭ এর ফলাফল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মাত্র ৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কাজী আবু শাহীন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হয়েছেন।
তবে সোমবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণায় অনিয়ম ও সভাপতি পদে অনির্বাচিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী শেখ নূরুল হাসান রুবা।
তিনি বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের ফলাফল সিটে তার প্রাপ্ত ভোট ৫৪৫ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট ৫৪২ ছিল। কিন্তু ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশন কালক্ষেপন করে এবং কয়েকজন আইনজীবীর পরামর্শক্রমে তার প্রাপ্ত ভোট ৫৪৫ এর স্থলে ৫৪২ ঘোষণা দেয়। ওই সময় গঠনতন্ত্রের ৫৭ (ছ) ধারা অনুযায়ী ভোট পুনঃগননার দাবি জানানো হলেও তা’ করা হয়নি। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২৭০ ভোটারের মধ্যে ১১১৯ জন তাদের ভোট প্রদান করেন।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল