আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।সোমবার রাশেদা ও হুমায়ন নামে দু'জনকে কুমিল্লা থেকে আটক করা হয় বলে জানান পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে দুপুরে নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য আছে পিবিআই’র কাছে।
তবে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুরো টিমকে গ্রেপ্তার করা হলেও এর বাইরে আর কেউ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আলী আহমেদ এবং মনোয়ারা বেগমের ছেলে। গত রবিবার চট্টগ্রামের আইনজীবীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার দাবিতে কঠোর কর্মসূচি ও বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব