চট্টগ্রামে ৪৪তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)-এ এবার ৩০ লাখ মানুষ সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জুলস আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রামে আগামী ২ ডিসেম্বর জুলুসটি অনুষ্ঠিত হবে। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ এর সহযোগিতায় বৃহত্তম এ জুলুসটির আয়োজন হয়ে থাকে।
জানা যায়, আওলাদে রসুল (দ.) আল্লামা তৈয়ব শাহ্ (রহ.) ১৯৭৪ সালে জুলুসটির প্রবর্তন করেন। তাঁর নেতৃত্বেই এটি বর্ণ্যাঢ্য অবয়ব পায়। নেতৃত্ব দেন ১৯৮৬ সাল পর্যন্ত। পরে তাঁরই সুযোগ্য পুত্র দরবারে আলীয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রসুল (দ.) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.) এই জুলুসের নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী ২ ডিসেম্বরও তাঁর নেতৃত্বে ৪৪তম জুলুস অনুষ্ঠিত হবে।
গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম বলেন, আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে এবার জুলুসের প্রায় ৩০ লাখ মানুষের সমাগম হবে। গত এক মাস ধরেই চলছে প্রস্তুতির নানা কাজ। ইতোমধ্যে জুলুশের মিলনস্থান জামেয়ার মাঠে চলছে বিশাল আয়তনের প্যান্ডেল তৈরির কাজ, নগরীর সড়ক সমুহে শোভা পাচ্ছে মনোরম ব্যানার, ডিজিটাল ফ্লাগ, ফেস্টুন ও তোরণ। তাছাড়া সিটি কর্পোরেশনকে বিশেষ অনুরোধে মুরাদপুর মোড় থেকে বিবির হাট পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।’
আঞ্জুমান ট্রাস্ট সূত্রে জানা যায়, এবারো জুলুস নগরীর পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাহ-এ কাদেরীয়া সৈয়দিয়া তৈয়বিয়া হতে সকাল ৮টায় জুলুস আরম্ভ হবে। এরপর এই জুলুস নগরের বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, চকবাজার, সিরাজদ্দৌলা রোড হয়ে আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, জামালখান, প্রেসক্লাব, গণিবেকারী, চট্টগ্রাম কলেজ হয়ে পূনঃরায় চকবাজার,পাঁচলাইশ, মুরাদপুর বিবির হাট হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসায় বৃহত্তম মাহফিলে মিলিত হবে।
বিডিপ্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান