সিলেট থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল সিলনিউজ বিডিডটকম উদ্বোধন করলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ প্রতিদিনের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পোর্টালটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কালাম আজাদ, শেখ মেহেদী হাসান, সাইদুর রহমান রিমন, তানভীর আহমদ, মোশারফ হোসেন, মনিরুজ্জামান আসলাম, সিলনিউজ বিডি ডটকম’র সম্পাদক ও প্রকাশক নাজমুল কবীর পাভেল, সহ-সম্পাদক আহমেদ হোসাইন সুমন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নঈম নিজাম বলেন, সাংবাদিকতার মহান পেশাকে এগিয়ে নিতে হলে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ব হয়ে সততা, নিষ্ঠা,ও ন্যায়পরায়ণতার মধ্যে থেকে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সিল নিউজ বিডি ডটকম'র সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/আরাফাত