বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে চট্টগ্রামে কাপড় ভর্তি দুইটি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
পাহাড়তলীর সাগরিকা রোড থেকে বৃহস্পতিবার দুপুর ২টায় ট্রাক দুইটি আটক করা হয়।
আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দকৃত মালামাল চট্টগ্রামের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০/২০১৭।
শুল্ক গোয়েন্দা জানায়, বন্ডের সুবিধায় আমদানিকৃত কাপড় শুল্ক-কর ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির অভিযোগে শুল্ক গোয়েন্দা চট্টগ্রামের পাহাড়তলী থেকে দুইটি ট্রাক আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে।
আটক ট্রাক দুটির রেজিস্ট্রেশন নং-(১) চট্ট-মেট্রো-ন-১১-৪৩৪৬ ও (২) চট্ট-মেট্রো-ন-১১-৫১০৫।
ট্রাকচালক শুল্ক গোয়েন্দাকে জানিয়েছেন, Modist BD Ltd, 51/C, Sagarika Road, Fojdarhat, Chittagong প্রতিষ্ঠানের কাপড়ভর্তি দুইটি ট্রাক বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের টেরিবাজারে নিয়ে যাচ্ছিলেন।
অনুসন্ধানে জানা গেছে, Modist BD Ltd, 51/C, Sagarika Road, Fojdarhat, Chittagong প্রতিষ্ঠানটি শতভাগ রফতানিমুখী বন্ডেড প্রতিষ্ঠান।
আমদানিকৃত কাপড়গুলো দিয়ে পোশাক প্রস্তুত করে বিদেশে রফতানির কথা থাকলেও এক্ষেত্রে পণ্যগুলো খোলাবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা এবং এর উপর প্রযোজ্য শুল্ক ধার্য্য করের পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। পণ্যচালানের যানবাহনসহ মূল্য প্রায় ৪৫ লাখ টাকা নির্ধারণ করা হয়।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/আরাফাত