বাসে তল্লাশি করে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতা জালাল আহমদকে (৫৭) ৬ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে। দন্ডিত জালাল আহমদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাটা গ্রামের ছালেহ আহমদের ছেলে। আসামি বর্তমানে পলাতক আছেন। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহেনূর এই রায় দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ২০১৬ সালের ১৭ জুলাই নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা সৌদিয়া বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাসের যাত্রী জালাল আহমেদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদি হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়ার পর ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার