চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গৃহকর আদায়ে অটোমেশন পদ্ধতি গ্রহণ করবে। ফলে বর্তমানে চলমান পঞ্চবার্ষিক গৃহকর পুনর্মূল্যায়ন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে চসিক এ সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘সরকার দেশের সব সিটি কর্পোরেশনের ট্যাক্স অটোমেশনের উদ্যোগ নিয়েছে। তাই বর্তমানে চলমান গৃহকর পুনর্মূল্যায়ন স্থগিত করা হয়েছে। এটি সম্পূর্ণ হলে পুনরায় অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করা হবে। মন্ত্রণালয়ে গত রবিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।’
জানা যায়, চসিকের গৃহকর পুনর্মূল্যায়ন শুরু করলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে। এ নিয়ে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মনজুর আলম চসিককে চিঠি দেন। তাছাড়া গৃহকর সুরক্ষা পরিষদসহ একাধিক নাগরিক সংগঠন এ নিয়ে টানা আন্দোলন কর্মসূচি পালন করে।
চসিক সূত্রে জানা যায়, অটোমেশনের জন্য ইতোমধ্যে আইসিটি প্রতিমন্ত্রীকেও অনুরোধ জানানো হয়েছিল। তাছাড়া ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবেও এ অটোমেশন হচ্ছে। এর সুফল করদাতা এবং চসিক উভয়ই পাবে। তখন ঘরে বসে গৃহকর কত জানা যাবে। একই সঙ্গে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে গৃহকর পরিশোধও করা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার