হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ হাওয়া এসব পণ্যের মূল্য ২২ লাখ ৩২ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দুবাই থেকে আসা ইকে৫৮৬ ফ্লাইটে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ওই সিগারেটগুলো জব্দ করা হয়।
ওই যাত্রীরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার মুহাম্মদ ইয়াকুব। যার পাসপোর্ট নং বিএফ-০৫৬৪৯৭৪। অপরজন চট্টগ্রামের ভুজপুর এলাকার মুহাম্মদ কেফায়েত উল্লাহ। তার পাসপোর্ট নং-বিই-০০০৩৫৯৫।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ইকে৫৮৬ ফ্লাইট দুবাই থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তাদের গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ৫টি লাগেজ খুলে ৭৪ হাজার ৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ সিগারেট ৩৭২টি মিনি কার্টনে ছিল।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।
সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম