ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। কুয়াশার কারণে আজ সকাল থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।
সকালে দীর্ঘ সময় অবতরনের চেষ্টা করেও ব্যর্থ হয় কাতার এয়ারওয়েজের দোহা টু ঢাকার ফ্লাইট কিউআর ৬৪০। একই ঘটনা ঘটেছে বাহরাইনের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইট এবং এমিরেট্স এয়ারলাইন্স ও এয়ার এরাবিয়ার ফ্লাইটের ক্ষেত্রেও।
বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন,কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোদ উঠলে এবং কুয়াশা কমলে ওঠা-নামা স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/হিমেল