ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ সকাল থেকে কুয়াশার কারণে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।
শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে।
মৌসুমের প্রথম কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/হিমেল