আগামীকাল বৃহস্পতিবার সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
সাভার গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা থেকে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন পোপ ফ্রান্সিস। ইতিমধ্যে তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ধোওয়া-মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। এজন্য গত ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্মৃতিসৌধের মূল ফটকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস এর ছবি টাঙানো হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকবেন বলেও তিনি জানান।
এ সময় পোপ ফ্রান্সিসকে তিন বাহিনীর গার্ড অব অনার দেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। পরে তিনি স্মৃতিসৌধে একটি নাগেশ্বের চাপা গাছের চারা রোপন করবেন।
এদিকে, পোপ ফ্রান্সিসের আগমন ঘিরে জাতীয় স্মতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/মাহবুব