চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে ১২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে।
থানার ডিউটি অফিসার এসআই আবদুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আইয়ুব। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার