প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাইসাইকেল উপহার পেলেন সিলেটের গ্রাম পুলিশরা।
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেন সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ সময় সাংসদ কেয়া চৌধুরী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা নানা প্রতিকুলতার মাঝে দায়িত্ব পালন করে থাকেন। তাদের কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকার দেশের বিভিন্ন অঞ্চলে এরকম সহায়ক কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেটের গ্রাম পুলিশদের মধ্য থেকে কয়েকজনকে বাইসাইকেল প্রদান করা হলো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন