সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করেছেন সচেতন নাগরিকরা।
বুধবার সকালে নগরীর একটি হোটেলের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) উদ্যোগে আয়োজিত ‘অবৈধভাবে পাথর উত্তোলন : প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ বিষয়ক সেমিনারে বক্তারা এ সুপারিশ করেন।
টিআইবি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আক্তারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন