খুলনায় ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে হাফিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল আলম এই সাজা প্রদান করেন।
পুলিশ জানায়, নগরীর গোবরচাকা খালাশির মোড় এলাকার চারতলা বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে নানা ধরনের হোমিও সিরাপ তৈরি করতেন হাফিজুর রহমান। পরে নামীদামী কোম্পানী লেভেল লাগিয়ে তা’ লিভার, পেটের পীড়া, শারীরিক ও স্নায়ুবিক দুর্বলতা প্রতিরোধে কার্যকর বলে বাজারজাত করা হতো। এসব ওষুধ স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন