দীর্ঘ দুই বছর পর এবার পরিবর্তন এসেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। বিভিন্ন ক্যাটাগড়িতে এবার বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে ১২ জন। এদের মধ্যে পুরুষ কারা পরিদর্শক ৮ জন ও মহিলা কারা পরিদর্শক ৪ জন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এ আদেশে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নতুন কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়। তবে এ নতুন নেতৃত্বই কারাগারের অনিয়ম দুর্নীতি রোধে এক হয়ে কাজ করার প্রত্যয়ে এগিয়ে যাবেন বলে জানান বেসরকারি কারা পরিদর্শকরা।
চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, নিয়োগ দেওয়া চট্টগ্রামে বেসরকারি কারা পরিদর্শক ১২ জনের মধ্যে রয়েছে সালাউদ্দিন আহমেদ, শেখ ফোরকানুল হক চৌধুরী, মো. শফিক উল আলম চৌধুরী, মো. আজিজুর রহমান, আলহাজ্ব এমএ তাহের, মো আবদুল হান্নান, মোহাম্মদ আবদুল মান্নান, আবদুল মান্নান লিটন, মহিলাদের মধ্যে রয়েছেন এড, জিনাত সোহানা চৌধুরী, মোছাম্মদ রেহেনা আকতার কাজমী, জেসমিন পারভিন জেসি, ইয়ামুন নাহার। গত মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে নতুন এ কারা পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গতবার নিয়োগপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৯ জনই বাদ পড়েছেন।
আবারও নিয়োগ পাওয়া কারা পরিদর্শক ও এডিশনাল পিপি নারী নেত্রী জিনাত সোহানা চৌধুরী বলেন, দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে আমরা ঐক্যবদ্ধ। নারীরা আজ পিছিয়ে নেই। তরুন প্রজন্মের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছে দেশ। একই সাথে কারাগারেও নানাবিধ অনিয়ম, দুর্নীতি রোধে কাজ করবেন বলেও জানান তিনি।
নতুন বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত মো. আজিজুর রহমান বলেন, কারাগারের নানাবিধ উন্নয়ন কাজের পাশাপাশি সরকারের চলমান কাজগুলো এগিয়ে নিতে সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
বিডিপ্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান